অনিশ্চিত ভবিষ্যতের দিকে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জীবন
১৬ ফেব্রুয়ারি ২০১৭ সালে ঢাকার ঐতিহ্যবাহী ৭টি কলেজকে কোন রকম বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়াই ঢাবির তৎকালীন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে। তারপর থেকে আমরা ৭ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আসছি। মূলত এসব সমস্যার জন্য দায়ী ঢাবির তৎকালীন ভিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দুজনই।
আমরা প্রায় আড়াই লাখ শিক্ষার্থী দুটি বছর ধরে বিভিন্ন সমস্যা যেমন, সেশনজট, ত্রুটিপূর্ণ রেজাল্ট, প্রশ্নপত্র প্রণয়নে সমস্যা,রেজাল্টে বিলম্ব, গণহারে ফেলসহ এসকল সমস্যায় দুটি বছর আমরা জর্জরিত। আমরা আমাদের সকল সমস্যার সমাধান চেয়ে নীলক্ষেত, প্রেসক্লাবসহ প্রতিটি কলেজের সামনে মানবনন্ধন ও বিক্ষোভ মিছিল করি এবং আমরা কয়েকবার ঢাবির ভিসি স্যার ও প্রক্টর স্যারকে স্মারকলিপি প্রদান করলে উনারা বার বার আমাদের আশ্বস্ত করেন।
এমতাবস্থায় আমরা আমাদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে ও চরম ঝুঁকির মধ্যে আছি, আমরা কি আদৌ আমাদের সকল সমস্যার সমাধান পাবো? প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে এধরনের উৎকণ্ঠা বিরাজ করছে।
আমরা কোন এতো ধনাড্য পরিবারের সন্তান না,আমরা অধিকাংশ গ্রাম থেকে আসা,আমাদের সকলের স্বপ্ন আছে, আমাদের পরিবার আছে আমরা ও চাকরি করতে চাই কিন্তু আমাদের স্বপ্নগুলো অধরাই রয়ে যাচ্ছে, আমাদের মা -বাবা ও আজ আমাদের নিয়ে চিন্তায় আছে আমরা কি কখনো মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না?
এসকল সমস্যা থেকে বাচঁতে আমাদের স্থায়ী সমস্যার সমাধান ও আলাদা প্রশাসনিক ভবন তৈরি করে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে শীঘ্রই আমাদের সমস্যার সমাধান করুন। আমরা অধিভুক্তি বাতিল চাই না, আমাদের সমস্যার সমাধান করুন।