বেরোবিতে আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখতে থানায় জিডি করলেন প্রক্টর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে রংপুর মেট্রাপলিটন তাজহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান। গত মঙ্গলবার তিনি এই ডায়েরি করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত কর্মচারীদের টানা কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল হচ্ছে বলে ডায়েরিতে উল্লেখ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক কর্মচারী গত ১৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কিছু মিমাংসীত বিষয়ে অযৌক্তিক দাবীতে ‘কর্মচারী সমন্বয় পরিষদ’ এর ব্যনারে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে তারা গত ৮জুন প্রথম দফা এবং ২৫জুন দ্বিতীয় দফায় সকল কর্মকর্তাকে জোড়পূর্বক প্রশাসনিক ভবন থেকে বের করে দিয়ে ভবনে তালা ঝুলিয়ে দেয়।
উক্ত দুইদিন প্রশাসনের পক্ষ থেকে ভবনের তালা খোলার ব্যবস্থা করা হয় এবং তাদের আন্দোলনের দাবীর বিষয়ে বারবার আলোচনা করা হয়। এছাড়া তাদের দাবীর বিষয়গুলো ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে তবুও তারা অযৌক্তিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং কর্মবিরতি কর্মসূচীর পাশাপাশি গত ১লা জুলাই থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ী বন্ধ করে রেখেছে।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার তৃতীয়বারের মতো কর্মকর্তাদের জোড় করে প্রশাসনিক ভবন থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় এবং প্রশাসনিক ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ অবস্থায় আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভবনেও তালা লাগিয়ে প্রশাসনিক এবং একাডেমিক কাজে একেবারে অচলাবস্থার সৃষ্টি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে বলে আমি আশংকা করছি।
উল্লেখ্য, আপগ্রেডেশন- প্রমোশন, ৪৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও নীতিমালা প্রণয়নসহ তিন দফা দাবীতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে সর্বাত্মক কর্মবিরতি আন্দোলন করছে ‘কর্মচারী সমন্বয় পরিষদ’। এ কর্ম বিরতির ফলে প্রশাসনিক এবং একাডেমিক নানা জটিলতায় পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে করে বিভিন্ন বিভাগের রেজাল্ট, ফরম ফিলাপ ও ভর্তি হতে পারছেন না তারা।