খুবিতে বিদেশী শিক্ষার্থীদের আসন দ্বিগুণ করার সিদ্ধান্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে এবার বিদেশি শিক্ষার্থীদের ভর্তির জন্য আসন সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ভর্তি কমিটির সদস্য বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ এবং সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে প্রত্যেক ডিসিপ্লিনে (বিভাগ) একটির পরিবর্তে দুইটি আসনে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনে এবার ৫৮ জন বিদেশী শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
শুধুমাত্র আবাসন খরচ ব্যতীত ভর্তির ক্ষেত্রে টিউশন ফিসহ আনুষঙ্গিক খরচ কমিয়ে দেশের সাধারণ শিক্ষার্থীর সমপর্যায়ে আনা হয়েছে। তাদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একটি অংশ নির্ধারিত করে তা উপযোগী করা হবে।
এছাড়া এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার জন্য যারা নির্ধারিত সিজিপিএ শর্ত পূরণ করে আবেদন করতে হবে। তাদের আবেদন যাচাইয়ের পর তা সঠিক থাকলে তারা সবাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, এর আগের সভায় আগামী ২ নভেম্বর খুবিতে ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করা হয়। সে অনুযায়ী এক থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।