২৫ জুলাই ২০১৯, ১৬:২৬

বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির আহবায়ক কমিটি

  © টিডিসি ফটো

দেশের বিভিন্ন সরকারী বিশ্ববিদ্যালয়, গবেষক ও শীর্ষ হিসাববিজ্ঞান পেশাজীবী ইনস্টিটিউট সমূহের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি কলেজের হিসাববিজ্ঞান পরিবারের শিক্ষকগণের সমন্বয়ে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান এল্যামনাই এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম হারুনুর রশীদকে আহ্বায়ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাবি হিসাববিজ্ঞান এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামানকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সদস্য সচিব ড. সাইয়েদুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাবেক অধ্যাপক ও বর্তমানে বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. শফিক আহমেদ সিদ্দীক, বিজিএমই এর সাবেক ভিসি অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, বর্তমানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রিয়াজুর রহমান চৌধুরী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স্বপন কুমার বালা, অধ্যাপক ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. মোহাব্বত আলী, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. মাহমুদা আক্তার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আতিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ইনস্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ, আমেরিকা প্রবাসী ও রাবি হিসাববিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক এ এফ এম নুরুল মোমেন, সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, যুগ্ম-কমিশনার (ট্যাক্স) মো. মহিদুল ইসলাম, ঢাবির প্রাক্তন সিনেট সদস্য অধ্যাপক মোস্তফা কামাল।

আইসিএবি এর সাবেক সভাপতি এম ফরহাদ হোসাইন, বর্তমান সভাপতি এ এফ এম নেছার উদ্দীন (এফসিএ), সহ-সভাপতি মো. মনিরুজ্জামান এফসিএ, নুর ই খোদা আব্দুল মোবিন (এফসিএ), কাউন্সিল মেম্বার ড. মো. আবু সাঈদ খান (এফসিএ), ফেরদৌস আহমেদ খান (এফসিএ), নাসির উদ্দিন আহমেদ (এফসিএ), আইসিএমএবি এর সভাপতি এম আবুল কালাম মজুমদার (এফসিএমএ), সহ-সভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী (এফসিএমএ) সম্পাদক আব্দুর রহমান খান এফসিএমএ, কাউন্সিল মেম্বার (অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়) শামিমা ইয়াসমিন (এফসিএমএ), আবু বকর সিদ্দিক (এফসিএমএ), আইসিএসবি এর সভাপতি মো. সানাউল্লাহ (এফসিএস), আইসিএসবি এর সহ-সভাপতি মো. সেলিম রেজা (এফসিএ এফসিএস), কাউন্সিল মেম্বার মো. আজিজুর রহমান (এফসিএস), আইএসএসিএ এর সভাপতি মো. ইকবাল হোসেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের বর্তমান সভাপতি স্বদেশ রঞ্জন শাহা, সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি আহমেদ ইউসুফ আব্বাস, সহ-সভাপতি দেওয়ান ওয়াশিকুল আলম, সাবেক সভাপতি মো. হায়দার আহমেদ খান (এফসিএ), কামরুল ইসলাম এফসিএ।

এছাড়া আরও রয়েছেন রাবি হিসাববিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি মো. শামসুল আলম মল্লিক (এফসিএ), সহ-সভাপতি অধ্যাপক মো. ওয়ালিউল্লাহ, যুগ্ম-সম্পাদক আবুল বাসার হাওলাদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান এলামনাইয়ের সাধারণ সম্পাদক জনাব মুক্তার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান এলামনাই এর সভাপতি মো. কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকত। আইসিবি এর ব্যবস্থাপনা পরিচালক কাজী শানাউল হক, ওয়ালটন হাইটেক ইন্ড্রা: লিমি: এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, অগ্রণী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম, সোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাবের উদ্দীন খান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে অধ্যাপক ড. মো শাহ আলম, অধ্যাপক ড. সৈয়দ জাবিদ হোসাইন, অধ্যাপক ড. সুভাষ চন্দ্র শীল, বিভাগীয় সভাপতি ও অধ্যাপক ড. সালমা বানু, অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. আহমেদ সালাহ উদ্দিন, অধ্যাপক ড. রঞ্জিত কুমার চৌধুরী, অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, অধ্যাপক ড. মো. আইয়ুব ইসলাম, অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন (এফসিএ এফসিএমএ), ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. অরবিন্দ শাহা, অধ্যাপক মো. আবু সিনহা, বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাইয়েদ মিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. মো. শওকত জাহাঙ্গীর, অধ্যাপক ড. আলী নুর, বিভাগের সভাপতি অধ্যাপক ড. লিয়াকত হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ শহীদুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজনেস স্টাডিজ এর ডীন ড. মুশফিকুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ও ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ড. সুব্রত কুমার দে, অধ্যাপক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের কমপক্ষে একজন করে অধ্যাপক, ঢাকা সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন, ইডেন কলেজের হিসাববিজ্ঞানের অধ্যাপক মাসুম রব্বানী খান, কবি নজরুল কলেজের অধ্যক্ষ আই কে সেলিমুল্লাহ খন্দকার এবং তিতুমীর কলেজ, মিরপুর বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, চট্টগ্রাম কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ চট্টগ্রাম, নোয়াখালি সরকারী কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, মদনমোহন কলেজ সিলেট, পাবনা এডওয়ার্ড কলেজ, রাজশাহী কলেজ, আজিজুল হক কলেজ, কারমাইকেল কলেজ, দিনাজপুর সরকারী কলেজ. বিএম কলেজ বরিশাল, আযমখান কমার্স কলেজ, কুষ্টিয়া সরকারী কলেজ, এম এম কলেজ যশোর, আনন্দ মোহন কলেজ, দেবেন্দ্র কলেজ, শাহাদা’ত কলেজ করোটিয়া থেকে একজন করে সদস্য।