কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি ফারিদ সম্পাদক তানভীর

  © টিডিসি ফটো

কুুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক চর্চার সংগঠন কুুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ২য় কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নিবার্চিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিদ মুস্তাকিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তানভীর সাবিক। মঙ্গলবার ডিবেটিং সোসাইটির মডারেটর মো: অাব্দুর রহমান ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দীপ্ত ব্রত দাস (সহ-সভাপতি, প্রশাসন), ফজলে রাব্বী (সহ-সভাপতি, বাংলা বিতর্ক), তামিম রুহুল (সহ-সভাপতি, ইংরেজি বিতর্ক), সাদিয়া আফরিন (যুগ্ম-সাধারণ সম্পাদক, প্রশাসন), জোবায়ের হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলা বিতর্ক), জান্নাতুল ফেরদৌস (যুগ্ম সাধারণ সম্পাদক, ইংরেজি বিতর্ক), আল নাঈম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মোঃ তরিকুল ইসলাম (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মঞ্জুরুল হায়দার (সংস্কৃতি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক), অর্ক গোস্বামী ( অর্থ সম্পাদক), অর্ণব তালুকদার (দপ্তর সম্পাদক), আতিকুজ্জামান (প্রশিক্ষণ ও সমন্বয় বিষয়ক সম্পাদক), কাউসার আহমেদ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো. আসিফ(কার্যকরী সদস্য), মো. হাবিবুর রহমান (কার্যকরী সদস্য), রাসেল মিয়া (কার্যকরী সদস্য), মো. মুছা (কার্যকরী সদস্য)।

এদিকে ডিবেটিং সোসাইটির নবগঠিত কমিটির সদস্যরা শহীদ মিনার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ডিবেটিং সোসাইটির মডারেটর নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আব্দুর রহমান এবং সাবেক মডারেটর নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।


সর্বশেষ সংবাদ