২১ জুলাই ২০১৯, ২০:৫৪

ক্যাম্পাস বহিরাগতমুক্ত রাখার দাবি ইবি ছাত্রলীগের

শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসকে সবসময় বহিরাগতমুক্ত রাখার আহবান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ নেতাদের সাঙ্গে এক মতবিনিময় সভায় এ আহবান জানান তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ, রাকিবুল ইসলাম রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রশাসনের নিকট ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষার সুষ্ঠ পরিবেশ তৈরীর লক্ষে ক্যাম্পাসকে বহিরাগত ও মাদকমুক্ত রাখা, অবৈধ শিক্ষার্থীদের হল থেকে নামিয়ে দেওয়া, ডায়নিংয়ের খাবারের মান বৃদ্ধি করা, বিদ্যূৎ বিভ্রাট দূর করা, মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, সেশন ফি কমানোসহ প্রত্যেক হলে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের দাবি জানান।

এসময় ছাত্রলীগের এসব দাবিগুলোর সাঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবাই একমত প্রকাশ করেন। এসকইসাথে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইবি ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে আছে, থাকবে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে ছাত্রলীগ সবর্দা প্র¯‘ত। শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডের মধ্যে দিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসের একমাত্র আদর্শিক দল হিসেবে পরিচিতি লাভ করবে।’