২১ জুলাই ২০১৯, ২০:৫৫

কুবি সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে চবিসাসের নিন্দা

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর সাকিব এবং দৈনিক সমকালের প্রতিনিধি আবু বকর রায়হানকে গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে কুবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হিমেল কর্তৃক গুলি করে হত্যার হুমকি এবং শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইহান ওরফে জিসানের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

রোববার সমিতির সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী এক যৌথ বিবৃবিতে এ ঘটনার নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানান।

বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পারি, গত শুক্রবার রাতে কুবি ক্যাফেটেরিয়ার সামনে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হিমেল ও সহ-সভাপতি রাইহান ওরফে জিসান দলবল নিয়ে সাংবাদিকদের মারতে তেড়ে আসেন। একইসাথে সাংবাদিকদের হত্যার হুমকি, অশ্রাব্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেন তারা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতিসত্বর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।