কুবির সাংবাদিকদের হত্যার হুমকিতে বেরোবিসাসের প্রতিবাদ

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিকদের হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।

রবিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বেরোবিসাসের নেতৃবৃন্দ বলেন, ‘আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পারি, শুক্রবার রাতে কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে পেশাগত দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি দেন কুবি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়ায়েব হিমেল। এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইয়্যান ওরফে জিসান দলবল নিয়ে তেড়ে আসেন এবং তাদের অশ্রাব্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করেন।’

বিজ্ঞপ্তি

সাংবাদিক নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘হুমকি দাতা যে দলেরই হোক না কেন, আমরা বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে বিচারের দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ