বেরোবিতে শিক্ষাবৃত্তি চালুর দাবিতে গণস্বাক্ষর শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গরীব ও মেধাবী শিক্ষাথীদের জন্য শিক্ষাবৃত্তি চালুকরণের দাবিতে গণস্বাক্ষর শুরু করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন তারা।

স্বাক্ষরকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন-যাপন করছে। অনেকরই পারিবারিক ভাবে প্রয়োজনীয় অর্থের যোগান দিতে না পারায় লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহযোগীতা করতে গণস্বাক্ষর শুরু করেন তারা।

এ পর্যন্ত ১ হাজার ৯৭১ জনের গণস্বাক্ষর সংগ্রহ করেছেন নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা। গণস্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিমুল্লাহ বরাবর প্রেরণ করবেন বলে জানান স্বাক্ষর পরিচালনা কারী শিক্ষাথীরা।


সর্বশেষ সংবাদ