ইবি শিক্ষকের নারী কেলেঙ্কারি, শাস্তির দাবি ছাত্রলীগের

উপাচার্যের কক্ষে অভিযোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা
উপাচার্যের কক্ষে অভিযোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এক নারীর সঙ্গে ওই শিক্ষকের অপ্রীতিকর কথোপকথনের অডিও ফাঁস হওয়ায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করে ওই শিক্ষকের বিচার দাবি করে সংগঠনটির নেতারা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক আর আই রাকিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ওই শিক্ষকের শাস্তির দাবি জানিয়ে উপাচার্যকে বলেন, ‘অধ্যাপক মাহবুবুল আরফিনের বিরুদ্ধে এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নেওয়া হয়নি। অপরাধের ক্ষেত্রে কোন ব্যক্তিকে যেন বিবেচনা না করা হয়। আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি তদন্তের জন্য যাবতীয় ব্যবস্থা করবো। কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না।’

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও এক নারীর কথোপকথনের দুইটি অডিও ক্লিপ ফাঁস হয়। ওই অডিও ক্লিপে এক নারীর সঙ্গে অধ্যাপক আরফিনের বিভিন্ন অপ্রীতিকর কথা উঠে আসে। পরে অধ্যাপক আরফিন ওই নারীর সঙ্গে সম্পর্ক-ছিন্ন করায় গত ৬ অক্টোবর তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেন।


সর্বশেষ সংবাদ