১৯ জুলাই ২০১৯, ১৭:৪০

ঢাবি প্রশাসনের প্রতি মিতুর মায়ের অনুরোধ

মিতুর সঙ্গে মায়ের প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের ছাত্রী মনিজা আক্তার মিতুর আত্মহত্যার ঘটনায় গতকাল রাতে ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি নিন্দার ঝড় উঠে। মিতুর মা সালমা বেগমের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের খাতা মূল্যায়নের ব্যাপারে আরো সচেতনতার কথা জানিয়েছেন।

মিতুর মা সালমা বেগম জানান আমার মেয়ের মৃত্যুর একমাত্র কারণ ফেল, সে তার জীবনে কোনদিন ফেল শব্দ শুনে নাই। ক্লাস ফাইভ, এইট, মেট্রিক-ইন্টারের রেজাল্টও ভালো ছিল। কিন্তু অনার্সে এসে তার ফেল দেখাটা মেনে নিতে পারি সে। এ দুঃখেই মিতু আত্মহত্যা করে।

মিতুর আত্মহত্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ কোন প্ররোচনা কাজ করছে কিনা প্রশ্নের জবাবে মা সালমা বেগম জানিয়েছেন সে ফেল করা কথা না। বিশ্ববিদ্যালয় থেকে তার রেজাল্ট এলোমেলো করে দেয়া হয়েছে। মূলত সে তার অনাকাঙ্ক্ষিত রেজাল্ট দেখে সহ্য করতে পারেনি।

তিনি জানান আমার মেয়ে মিতু আর কখনো ফিরে আসবে না, সে চলে গেছে। আমি চাই আর কোন মিতুর যেন এভাবে চলে যেতে না হয়। এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে মূল্যায়নের কথাও জানিয়েছেন।

প্রসঙ্গত গত মঙ্গলবার রাত ২টার দিকে তার বিভাগের প্রকাশিত রেজাল্ট মেনে নিতে না ফেরে একটি সুইসাইড নোট লিখে ঘরের পাশেই কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার প্রতিবাদে আজ সকাল এবং আগামীকাল সকালেও কর্মসূচী পালন করছে ‍মিতুর সহপাঠীরা।