ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি চবি শিক্ষক-শিক্ষার্থীদের
‘ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই’ দাবিকে সামনে রেখে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরাও এতে অংশগ্রহণ করেন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীরা ‘শাস্তির মাধ্যমে ধর্ষণের সংশোধন নয়, বিনাশ চাই’ ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষণের বিচার চাই’ ‘বন্য পশুর চেয়ে হিংস্র ধর্ষক’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। এহেন ধর্ষকদের বিরুদ্ধে এবং সমাজ সচেতন মূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে মানববন্ধনে।
পরিসংখ্যান বিভাগের ১৫-১৬ সেশনের শামীমা সীমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চবি শামসুন নাহার হলের প্রভোস্ট লায়লা খালেদা আঁখি, সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবরিনা চৌধুরীসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সকলেরই উচিত ধর্ষককে প্রতিহত হওয়া। দেশব্যাপী ধর্ষণসহ সকল প্রকার যৌন নিপীড়নের বিরুদ্ধে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বিকৃত রুচিসম্পন্ন মানুষদের কাউন্সিলিংয়ের মাধ্যমে চিন্তার সংশোধন করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা বিধানে সবার মাঝে সচেতনতা ও নৈতিকতা বিকাশ ঘটানো জরুরি বলে মনে করেন বক্তারা।
প্রতিদিন একটা না একটা ধর্ষণের ঘটনা ঘটছে, এটা মানার মতো না। একটা ছোট শিশু তার মধ্যে কি আছে যে ধর্ষকরা কামুক হয়ে থাকে। তাই আমাদের চাওয়া ধর্ষকের সংশোধন নয়, বিনাশ। এ জন্য ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে বলেও বক্তারা দাবি করেন।
একই সাথে মানববন্ধনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণে জোর দাবি জানানো হয়।