১০ জুলাই ২০১৯, ২০:০১

চবির আর্থিকে বাঁচাতে লাগবে ৪০ লাখ টাকা, চ্যারিটি শো কাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষাশিক্ষার্থী আর্থি চাকমা। মরণব্যাধি ক্লোন ক্যান্সারে আক্রান্ত আর্থি এখন ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা। যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

আর্থির বাড়ি রাঙ্গামাটি জেলার সদরে। বাবা বিমল কান্তি চাকমার দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে আর্থি। আর্থির ক্লোন ক্যান্সার ধরা পড়ার পর নিজের জমানো অর্থ আর সায় সম্পত্তি বিক্রি করে তার চিকিৎসার খরচ চালিয়ে যাচ্ছেন বাবা। তবে ডাক্তারের ভাষ্যমতে আর্থিকে বাঁচাতে ৪০ লাখ টাকা প্রয়োজন। যা তার মধ্যবিত্ত পরিবার এবং বাবার একার পক্ষে বহন করা সম্ভব নয়। নিরুপায় আর্থির বাবা সমাজের গণ্যমান্য ব্যক্তি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিকট মেয়েকে বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

এদিকে অর্থির সহযোগিতায় এগিয়ে আসতে একটি চ্যারিটি শো এর আয়োজন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শো টি আগামীকাল
১১ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে দুপুর ২ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে। চ্যারিটি শোর উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

এতে থাকছে নাচ, গান, কবিতা আবৃত্তি, ব্যান্ড সঙ্গীত,নাটক এবং মাইম পরিবেশনা। রঁদেভু শিল্পীগোষ্ঠির আয়োজনে এ শোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০ টি নাট্য, নৃত্য, আবৃত্তি, ব্যান্ড সঙ্গীত ও গানের দল অংশগ্রহণ করবে। এছাড়াও চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে পারফর্ম করবে। চ্যারিটি শো এর টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ক্যাম্পাসের বিভিন্ন বুথে এবং সমাজবিজ্ঞান অনুষদের সামনে টিকেট পাওয়া যাবে। চ্যারিটি শো এর সার্বিক দায়িত্বে থাকা চবির নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ধর্মরাজ ধর্ম সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর্থির জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।