যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকরের দাবি রাবি ছাত্র ফেডারেশনের

  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ কার্যকরের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর এই স্মারকলিপিতে প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যৌন নিপীড়ন বিরোধী সেল মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছে। ফলে এর কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। এতে শিক্ষার্থীরা নির্ভয়ে গোপনীয়তা রক্ষা করে অভিযোগ করতে পারছে না।

তাছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগটি দ্রুত তদন্ত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

এ বিষয়ে শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন বলেন, দেশব্যাপী নারীর প্রতি যেভাবে সহিংসতা বেড়েছে তাতে আমরা উদ্বিগ্ন। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়েই বিভিন্ন সময় যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায় কিন্তু তদন্ত লক্ষ্য করা যায় না। আমরা চাই এ ধরনের সহিংসতা যেন না হয়।

 


সর্বশেষ সংবাদ