০৯ জুলাই ২০১৯, ১৬:৫৪

চট্টগ্রামে শিক্ষকের উপর হামলায় জাককানইবি শিক্ষক সমিতির নিন্দা

  © টিডিসি ফটো

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চবি) ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক মাসুদ মাহমুদের উপর কতিপয় শিক্ষার্থীর হামলার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি।

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয় জাককানইবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাসুদ মাহমুদের বিরুদ্ধে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ধারাবাহিকভাবে মর্যাদা হানিকর নানা ফৌজদারী অপরাধমূলক কর্মকান্ড সংঘটন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গত ২ জুলাই কতিপয় শিক্ষার্থী উক্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ড. মাসুদ মাহমুদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয়।

একজন প্রবীণ বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে এহেন ঘৃণ্য ও পৈশাচিক কর্মকান্ড অতীব নিন্দনীয়। জাককানইবি শিক্ষক সমিতি সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অপরাধীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্র ও পুলিশ প্রশাসনের প্রতি অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্যেও দাবি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।