০৮ জুলাই ২০১৯, ২০:২৩

প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙলেন জবির ১১ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের লিখিত আশ্বাস পাওয়ার পরে অনশন ভেঙেছেন। অনশনরত শিক্ষার্থীদের ৭ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ দফার দাবির বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্যে এসব তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনসহ সাত দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী গত দুইদিন ধরে অনশন করে আসছে। অনশনরত শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

উপাচার্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় বা বাঁধাগ্রস্ত হয় এমন সকল কার্যক্রম থেকে বিরত থাকারও আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত দু’দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আমরণ অনশন করছেন।

উল্লখ্য গত কয়েকদিন থেকে জকসু নির্বাচন সহ সাত দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলো। গতকাল থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনে বসে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।