৭ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশনে জবি শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষর্থী। গতকাল থেকে এ অনশন শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।

গতকাল বৃষ্টিতে ভিজে অনশন করায় মাহফুজুর রহমান নামে এক শিক্ষার্থীর জ্বর চলে আসে। পরে রাতে তাকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠায় দেওয়া হয়।

এদিকে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবির পক্ষে লিখিত কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ্য অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া রাতে আন্দোলনকারীদের সাথে কথা বলেন।

এসময় তিনি আশ্বস্ত করেন শিক্ষার্থীদের দাবীগুলো উপাচার্যকে দ্রুত বাস্তবায়নের জন্য বলবেন। কিন্তু অনশনকারীরা লিখিত প্রেস বিজ্ঞাপ্তি না পাওয়া পর্যন্ত তাদের অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।


সর্বশেষ সংবাদ