০৭ জুলাই ২০১৯, ২২:২৫

সোমবার ঢাকায় ৭ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করবে

  © সংগৃহীত

সেশনজট দূর করা, ত্রুটিপূর্ণ ফলাফলের পূণর্ম্যল্যায়নসহ ৫ দফা দাবিতে সোমবার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল করবেন ৭ কলেজের শিক্ষার্থীরা। মিছিল শেষে ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবেন তারা।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক আবু বকর। তিনি বলেন, পাঁচ দফা দাবিতে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। পরে মিছিলটি নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র চত্বরে অবস্থান করবে। সেখান থেকে আমাদের প্রতিনিধি দল ঢাবি ভিসিকে স্মারকলিপি প্রদান করবে।

উল্লেখ্য ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। এর পর থেকেই কয়েকদফা আন্দোলনে নামতে শিক্ষার্থীদের।