জাককানইবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কলম’র মোড়ক উন্মোচন

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাবের প্রথম প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশনা ‘কলম’ এর মোড়ক উন্মোচন করেন প্রফেসর ড. রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন প্রমুখ।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের এ প্রকাশনাটিতে স্থান পেয়েছে ২১টি লিখা। যেখানে প্রবন্ধ/গল্প ১৫টি ও কবিতা ও ছড়া ৬টি। এছাড়া প্রকাশনাটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সভাপতি, জাককানইবি প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকের বাণী রয়েছে। প্রকাশনা ‘কলম’ এ লিখেছেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। প্রকাশনাটির প্রচ্ছদ করেছেন চারুকলা বিভাগের প্রভাষক মো. রাশেদুর রহমান।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় যারা আজ পরপারে তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে কলমের প্রথম প্রকাশনা উৎসর্গ করা হয়েছে। প্রকাশনাটি বিশ্ববিদ্যালয়ের চলমান নজরুল বই মেলার ২১নং বিশ্ববিদ্যালয় পরিবার স্টলে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ