বাসের ডাবল শিফট চালু হবে না আন্দোলন করলে করতে পারো, জবি ভিসি
জকসুসহ ৭ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২.৩০ টা নাগাদ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহীদ মিনার, কলা ভবন, টিএসসি, মূল গেট প্রদক্ষিণ করে।
মিছিল শেষে দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ের কলাপসিপল গেট বন্ধ করে দেয়।
এর কিছুুক্ষণ পর প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসেন। এসময় প্রক্টর ছাত্র প্রতিনিধিদের উপাচার্যের কাছে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
এসময় শিক্ষার্থীরা ৭ দফার একটি বাসের ডাবল শিফট নিয়ে কথা বলে। এ প্রসঙ্গে ভিসি বলেন আমরা নতুন কিছু বাসের ব্যবস্থা গ্রহণ করেছি,অতি শীঘ্রই এগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা করি। তবে এখানে বাসের ডাবল শিফট কখনোই হবে না, তোমরা আন্দোলন করলে করতে পারো। শিক্ষর্থীরা পুনরায় এ বিষয়ে কথা বললে, তিনি জায়গার সংকট বলে বারবার তাদের থামিয়ে দেন।
পরবর্তীতে আন্দোলনের সমন্বয়কারী রাইসুল ইসলাম নয়ন বলেন, ৭দফা ছাড়াও আমরা বিভিন্ন বিভাগের সমস্যাগুলো স্যারের কাছে আজ তুলে ধরেছি, স্যার এবিষয়গুলো সমাধানের ব্যবস্থা নিয়েছেন। ক্যান্টিনের সমস্যা সমাধানে ছাত্রদের নিয়ে ১৩ সদস্যের একটা কমিটি করার কথা উনি বলেছেন। তবে আমাদের মূল দাবিগুলোর বিষয়ে আমরা এখনও আসস্ত হতে পারিনি।
জবি প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ছাত্ররা অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর আমি তাদের ভিসি স্যারের কাছে নিয়ে যায়। ছাত্রদের দাবিগুলোর মধ্য বেশকিছু যৌক্তিক দাবি ছিলো, সবগুলো না। তাদের যৌক্তিক দাবিগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, পানির সল্পতা এধরণে দাবিগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, জকসু নির্বাচনসহ ৭ দফা দাবিতে গত ১জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, সাত দিনের মধ্যে ক্যান্টিনের খাবারের দাম কমানোর দাবি, এক মাসের মধ্যে বাসের ডাবল শিফট চালু, সাত দিনের মধ্যে জকসু আইনের খসড়া করে আগামি চার মাসের মধ্যে জকসু নির্বাচন দেওয়ার আহ্বান, দুই মাসের মধ্যে ছাত্রী হল চালুর দাবি, শিক্ষক নিয়োগে কমপক্ষে ৭০% জবিয়ানদের অগ্রাধিকারের দাবি, গবেষণা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নতুন ক্যাম্পাসের কাজ অতিদ্রুত শুরু করতে হবে।