০৩ জুলাই ২০১৯, ২০:৩০

ভিসিকে খিচুড়ি দিল না জবি ক্যান্টিন

জবি ক্যান্টিনে উপস্থিত বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) খাবারের মান যাচাইয়ের জন্য ক্যান্টিনে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার দুপুরে উপাচার্য ক্যান্টিনে এসে প্রথমে এখানের সিঙ্গারা খেয়ে দেখেন এবং ক্যান্টিনের সাথে জড়িতদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্যকে খিচুড়ি দিতে বললে শেষ হয়ে গেছে জানিয়ে উপাচার্যকে খিচুড়ি থেকে বিরত রাখেন ক্যান্টিন কর্তৃপক্ষ।

উপস্থিত শিক্ষার্থীরা বলছে, উপাচার্য স্যার ক্যান্টিনে আসলে আমরা খিচুড়ি দিতে অনুরোধ করি। কিন্তু ক্যান্টিনের রান্নাঘরে খিচুড়ি থাকা সত্ত্বেও খিচুড়ি ফুরিয়ে গেছে বলে ভিসি স্যারকে খিচুড়ি পরিদর্শন থেকে বিরত রাখেন ক্যান্টিন পরিচালকরা।

৭দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি দেওয়ার দু’দিন পর খাবার মান পরিদর্শনে গিয়েছিলেন উপাচার্য। শিক্ষার্থীদের ৭দফা দাবির মধ্যে জকসু নির্বাচনসহ ক্যান্টিনের খাবারের দাম কমিয়ে মান বৃদ্ধির দাবি অন্যতম ছিল।

এ বিষয়ে ৭দফা আন্দোলনের সমন্বয়ক রাইসুল ইসলাম নয়ন বলেন, এর আগেও আমরা দেখেছি যখন আন্দোলন শুরু হয় তখন এ ধরণের আশ্বাস বা লোক দেখানো অনেক কার্যক্রম দেখা যায়। কিন্তু এগুলো পরবর্তীতে বাস্তবায়িত হয় না

বিশ্ববিদ্যালয় ক্যান্টিন নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ দীর্ঘদিনের। বিশেষ করে বেশিদামে নিম্ন মানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে।

এদিকে আজ সকালে জকসুসহ ৭দফা দাবিতে উন্মুক্ত আলোচনা সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা। জবির ক্যান্টিনে অনুষ্ঠিত আলোচনাসভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও তাদের স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি দ্রুত ৭দফা বাস্তবায়নে প্রশাসনকে অনুরোধ জানান।