দাবি আদায়ে নতুন ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারী সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন আহবান করেছে সাত কলেজের সাত কলেজের শিক্ষার্থীরা। এছাড়া এর আগেও সাত কলেজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেখা গেছে।

আগামী (৬ জুলাই) শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের এই মানববন্ধন কর্মসূচীর আহবান করা হয়েছে।

মানববন্ধন সমন্বয়কারী সূত্র থেকে জানা যায়, ২০১৭ সাল হতে সেশনজট, ফলাফল প্রকাশে বিলম্ব, সিলেবাসের বাহিরে প্রশ্ন, প্রশ্ন পত্রে সময় কমানো, গণহারে ফেল, ফলাফলে ভুল, ফলাফল সংশোধনের নামে হয়রানি, ফলাফল পুনঃনিরিক্ষনের পরে শতভাগ অপরিবর্তনীয় রাখাসহ বেশ কিছু অভিযোগের কথা জানানো হয়েছে। এছাড়া সর্বশেষ আন্দোলনের সময় উপাচার্য প্রণীত অকার্যকর একাডেমিক ক্যালেন্ডার ও ঢাবি কর্তৃক সাত কলেজকে প্রকাশ্যে অবহেলা এবং অবমাননার বিষয়গুলোও তুলে ধরেছে শিক্ষার্থীরা।

আরো দেখুন: ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা, কর্মসূচি ঘোষণা

মানববন্ধনের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সাত কলেজ আন্দোলনকর্মী সাইফুল ইসলাম। এর আগেও সাইফুল ইসলাম সাত কলেজ নিয়ে একাধিকবার অনশনে বসেছেন।

আরো দেখুন: সাত কলেজ নিয়ে কথা রাখেননি ঢাবি ভিসি

বিষয়টি নিশ্চিত করে সাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এর আগেও আমরা সাত কলেজ নিয়ে আন্দোলন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের আশায় ছিলাম। তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে আশ্বাস বাস্তবায়িত হয়নি এবং বাস্তবায়িত হওয়ার কোন রূপ রেখাও আমরা এখন পর্যন্ত দেখছি না।


সর্বশেষ সংবাদ