কুবির সাথে মালয়েশিয়া বাইনারি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাথে মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয় অব ম্যানেজম্যান্ট এ্যান্ড ইন্টারপ্রেনিয়রের মধ্যে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের ও বাইনারি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ চেয়ারম্যান অধ্যাপক জোসেফ আদাইকালাম।

এসময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বাইনারি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আসিফ মাহবুব করিমসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমরান কবির চৌধুরী বলেন, ‘প্রাচীনকাল থেকেই কুমিল্লার ময়নামতি অঞ্চলে কারো না কারো মাধ্যমে জ্ঞান চর্চা হয়ে আসছে। আমরা মালেশিয়ার এ বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তির মাধ্যমে লাভবান হতে পারি।’

জোসেফ আদায়কালাম বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের মাঝামাঝিতে অবস্থিত ভৌগলিকভাবে কুমিল্লার এ অঞ্চলটি জ্ঞানচর্চার জন্য বিখ্যাত। আমরা এ সুযোগটিকে কাজে লাগাতে চাই। এ চুক্তির মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাইনারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা করতে পারবো।’

উল্লেখ্য, এ সমঝোতা স্মারকের লক্ষ্য হচ্ছে যৌথ সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক উন্নয়ন প্রোগ্রাম , শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়ন, শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময় কর্মসূচি ও অন্যান্য সাধারণ সুবিধা প্রদান।


সর্বশেষ সংবাদ