০২ জুলাই ২০১৯, ২০:৫২

নজরুল জয়ন্তী বিতর্ক উৎসবে বিজয়ী ব্যবসায় প্রশাসন

  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে নজরুল জয়ন্তী আন্তঃঅনুষদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগীতায় ব্যবসায় প্রশাসন অনুষদের কাছে সামাজিক বিজ্ঞান অনুষদ পরাজিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এতে বিচারক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক চন্দন কুমার পাল, জাককানইবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ ।

‘নেটিজেনদের কাছে নজরুল চেতনা ভুলন্ঠিত’ নির্ধারিত এ বিষয়ের উপর বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা শেষে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বিজয়ী ও রানার আপ দলকে পুরস্কৃত করবে সংগঠনটি।