চবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) সিইউএসডির আয়োজনে ৩য় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা-২০১৯ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এদিন সোমবার প্রতিযোগীতার ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয় চবির কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে। এর আগে গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ফ্যাকাল্টিতে প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাথমিক পর্যায়ের বিতর্ক অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় চবির ১৬টি বিভাগের ২২টি দল অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খ. আলী আর রাজী, সিইউএসডির সাবেক সভাপতি শেখ রাইসুল ইসলাম, সানজানা হক মিফতা এবং বর্তমান সভাপতি অভিষেক দত্ত।
অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে বলেন, বিতর্কের মাধ্যমেই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটে। এসময় তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় গতানুগতিক পড়াশোনার পাশাপাশি বিতর্কের মত সহশিক্ষামূলক কার্যক্রমে নিজেদের পারদর্শিতা অর্জনে উৎসাহিত করন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তনু শর্মা। প্রতিযোগীতার সার্বিক সহযোগীতায় ছিলো এম. আর. ডি. আই এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চবি সাংবাদিক সমিতি।