০১ জুলাই ২০১৯, ১৫:৩৭

স্যানিটারি ন্যাপকিনে ভ্যাটের বিরুদ্ধে নোবিপ্রবিতে মানববন্ধন

পিরিয়ড বা মাসিক নারীদের অন্যসব শরীরবৃত্তীয় কাজের মতই স্বাভাবিক। এ সময় নানা প্রতিকূল পরিস্থির সম্মুখে স্যানিটারি প্যাড তাদের এক অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ। এখন থেকে এই পণ্যটিতেও বইতে হবে ভ্যাটের বোঝা। স্যানিটারি ন্যাপকিন প্যাডের উপর আরোপিত ভ্যাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নো-ভ্যাট অন স্যানিটারি ন্যাপকিন বিষয়ে মানববন্ধন করে নোবিপ্রবি শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, "মিনস এর সময় নারীরা চার দেয়ালে আবদ্ধ থাকতে হত। স্যানিটারি ন্যাপকিন প্যাড ব্যাবহারের ফলে তারা যেতে পারছে নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে। মাসিক চলাকালীন সময়ে স্যানিটারি প্যাড তাদের এক অতিপ্রয়োজনীয় অনুষঙ্গ। এতে ভ্যাট মওকুফ করে বরং কিছু ভর্তুকি দেওয়া উচিত সরকারি তহবিল থেকে। সাধারণ শরীরবৃত্তীয় কাজের জন্য নারীদের কেন ভ্যাটের বোঝা বইতে হবে? "

নোবিপ্রবি থিয়েটারের আয়োজনে ‘নো ভ্যাট অন স্যানিটারি ন্যাপকিন’ বিষয়ক মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।