রিফাত হত্যার প্রতিবাদে জাকানইবিতে মানববন্ধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জাককানইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিহার সরকার অংকুর এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহকারী প্রক্টর শাহ্জাদা আহসান হাবিব, সহকারী প্রক্টর নজরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল, শিক্ষার্থীদের পক্ষে সাখাওয়াত হোসেন সাকী, আশিক আরেফিন আকাশ প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সংহতি জানান, কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন, ব্যবসায় অনুষদ এর ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা রিফাতের খুনীদের দ্রুত আটক করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান এবং পাশাপাশি সকলকে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও সরকারের প্রতি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।