খুবিতে গুণগত গবেষণা পদ্ধতির উপর প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের লেকচার থিয়েটারে গুণগত গবেষণা পদ্ধতি এবং উপাত্ত বিশ্লেষণের উপর পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে আজ। অনুষ্ঠানে নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা দু’টি সমার্থক শব্দ। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গতা পায় না।
এসম তিনি বলেন, সম্প্রতি গবেষণায় স্পেনের সিগমো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস পরিচালিত জরিপে আন্তর্জাতিক র্যাংকিংয়ে খুবি স্থান করে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। এ অর্জনের পেছনে বিশ্ববিদ্যালয়ের নিবেদিত প্রাণ শিক্ষক গবেষক মন্ডলীর নিরন্তর প্রচেষ্টার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে অর্জিত সাফল্য সবাইকে ধরে রাখার তাগিদ দেন ট্রেজারার। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণের সফল সমাপ্তির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সাধন করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরপি ডিসিপ্লিনের সিনিয়র প্রফেসর ড. মো. আশরাফুল আলম, প্রফেসর ড. মহসীন উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব উত্তম কুমার দাস।
এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক ও গবেষক উৎপল কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মো. জাকির হোসেন।
পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪২জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্লানিং এন্ড ডিভেলপমেন্ট সেন্টার এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।