২৮ জুন ২০১৯, ১৯:০৪

বেরোবি ভিসির ২ বছর আগের নাচের ভিডিও ভাইরাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ২ বছর আগের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নাচছিলেন তিনি। নাচের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

বেরোবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাইদুর রহমান জানান, ২০১৭ সারের ১২ অক্টোবর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় ব্যাচ মাস্টার্সের বিদায়ী অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীদের অনুরোধে উপাচার্য তাদের সাথে সেদিনের আনন্দক্ষণ অনুষ্ঠানে যোগ দেন। যেখানে বিভাগের অন্যান্য সকল শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।

তিনি আরও বলেন, প্রায় ২বছর আগে অনুষ্ঠিত হওয়া সেই প্রোগ্রামের ভিডিও উদ্যেশ্যমূলকভাবে কে বা কাহারা ভাইরাল করেছে। একজন সম্মানিত ব্যক্তিকে এভাবে হেয় প্রতিপন্ন করায় তিনি নিন্দা প্রকাশ করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীদের কথা ভেবে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপাচার্য শিক্ষর্থীদের সাথে নিজেকে মেলে ধরেন যেটি তার মিশুক বৈশিষ্টের একটি। তিনি আরো বলেন, আমরা সকলেই জানি আমাদের উপাচার্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে কতটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের সাথে এভাবে আনন্দ উপভোগ করা কোন দোষের কথা নয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে সময় চ্যানেলের রংপুর অফিস প্রধান রতন সরকার ফেসবুকের মাধ্যমে এই ভিডিও ভাইরাল করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পরে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পক্ষ বিপক্ষ নিয়ে নানান ধরণের মন্তব্য শুরু হয়েছে। অনেকেই এটাকে স্বাভাবিক বলেছেন আবার অনেকেই এটাকে নেশাগ্রস্ত বলেও মন্তব্য করেছেন।

এমডি আমিনুল ইসলাম লিখেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ’ যিনি ১১/১ এর সময় রাজাকার, আল-বদরের ন্যায় আর্মি সেনাদের সহযোগিতা করেছেন। যার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার মুক্তিকামী শিক্ষক-ছাত্রদের উপর হামলা, নিপীড়ন ও গ্রেফতার করা হয়।

রানা মাসুদ নামে একজন লিখেছেন, খোঁজ নিয়ে দেখা যাবে- সাধারণ ছাত্র/ছাত্রীরাই ভিসি স্যারকে তাদের সাথে নাচতে অনুরোধ করেছেন। আর এটাই আজ তাকে বাজেভাবে উপস্থাপন করার জন্য পোস্ট করা হচ্ছে। এই রকম পার্টিতে এই রকম নাচ হতেই পারে। এটা দোষের কিছু না।

সাগর আহমেদ নামে একজন বলেন, সব দোষ নন্দঘোষের...! উনি একটা পদে আসীন আছে বলেই এতো আলোচনা সমালোচনা, আর আপনি আমি কখনো কোনদিন এমন মজা করিনি মনে হয়! আমাদের টা আসবেনা কেননা আমারা নগণ্য সাধারণত পাবলিক, ওনারা রথীমহারথী তাই আপনাদের/ আমাদের চোঁখ- মন জ্বলে ! আজব! ওনারাও মানুষ? এখানে দোষের কিছু দেখি না যদি অন্যায় কিছু হতো বা করতো তাহলে অবশ্যই তা নিয়ে প্রতিবাদ সমালোচনা হবে, হতো...কাজের কাজ নেই অকাজের কাজী!

এ বিষয়ে সেই পোস্টে কমেন্টস করে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘It was performed during the gala night of the final year students of Political Science Department of Begum Rokeya University Rangpur. Faculty Members and Outgoing Students took part along with the VC’।