১৭ জুন ২০১৯, ১৭:৪৩

জাতীয় বাজেটকে যুগোপযোগী ও জনকল্যাণমূলক বললেন বঙ্গবন্ধু পরিষদ

সংবাদ সম্মেলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ  © টিডিসি ফটো

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটকে যুগোপযোগী ও জনকল্যাণমূলক বাজেট আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ। সোমবার বেলা ১টায় একাডেমিক ভবন ২-এ এই সংবাদ সম্মেলন করেন তারা।

গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট যুগোপযোগী, জনকল্যাণমূলক ও ভারসাম্যপূর্ণ বাজেট। এ বাজেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় সহায়ক হবে এবং দেশের আর্থ-সামাজিক নিরাপত্তা ও প্রবৃদ্ধি সুদৃঢ় করবে। এ বাজেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তিমূলক আরো সুদৃঢ় ও গতিশীলকরণের নব-উদ্যোম সৃষ্টিকারী বাজেট। এটি যুগান্তকারী পদক্ষেপের সমাহারে পরিপুষ্ট বাজেট। এ বাজেটের মধ্যদিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের রাষ্ট্রের মর্যাদা লাভ করে ক্রমান্বয়ে উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যা বলেও মন্তব্য করেন তিনি।

মশিউর রহমান আরো বলেন, এ বাজেট সব শ্রেণি ও পেশার মানুষের স্বপ্ন পূরণের বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বাজেট। এটা জনগণের প্রত্যাশা পূরণে অনন্য দলিল। প্রান্তিক জনগোষ্ঠী, অদম্য তরুণ ও প্রতিবন্ধি সহ অনগ্রসর মানুষের কাছে স্বপ্নপূরণের জন্যই এই বাজেট। বাজেট বাস্তবায়ন করা বিশাল চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছে আওয়ামীলীগ সরকার বলেও জানান তিনি।

এসময় বাজেটের আরো বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং সংগঠনটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান খান, ই-লার্নিং সেন্টারের কর্মকতা মাসুদ রানা এবং বিশ্ববদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ।