পাবিপ্রবিতে ইমাম পরিবর্তন সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বিভিন্ন সমস্যা সমাধান কল্পে পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা । রবিবার ( ১৬ জুন ) সকালে শিক্ষার্থীরা উপাচার্যের সাথে দেখা করে এই স্মারকলিপি দিয়েছে। এ সময় কেন্দ্রীয় মসজিদের বিভিন্ন সমস্যার বিষয়ে শিক্ষার্থীরা বিস্তারিত কথা বলেন ।
শিক্ষার্থীরা জানিয়েছে মসজিদ সাউন্ড সিস্টেম সমস্যা, ফ্যানের সমস্যা, পরিচ্ছন্নতার অভাব সহ বিভিন্ন সমস্যা রয়েছে । এই সমস্যা গুলো দ্রুত যেন সমাধানের উদ্যোগ নেয়া হয় তার জন্যই এই স্মারক লিপি প্রদান করা হয়েছে ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সাউন্ড সিস্টেম সমস্যা সমাধান, পর্যাপ্ত ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণের (এ সি) ব্যাবস্থা করা, দক্ষ ইমাম নিয়োগ, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা, দ্রুত মসজিদে খাদেম নিয়োগ ইত্যাদি ।
কেন্দ্রীয় মসজিদে খোঁজ নিয়ে জানা গেছে কেন্দ্রীয় মসজিদে অস্থায়ী ভিত্তিতে একজন ইমাম , স্থায়ী ভিত্তিতে একজন মুয়াজ্জিন কর্মরত আছেন। তাছাড়া আর কোন জনবল মসজিদে নেই ।
দক্ষ ইমাম নিয়োগ প্রসঙ্গে শিক্ষার্থীরা জানান আমরা একজন দক্ষ ইমাম চাই অন্তত যেন জুম্মার নামাজে একজন দক্ষ ইমামের ব্যবস্থা করা হয়, বর্তমান ইমাম সাহেব মুসুল্লিদেরকে সঠিকভাবে আকৃষ্ট করতে পারেন না, আমরা মাঝে মাঝেই আমাদের এখানে নামাজ না পরে টি টি সি মসজিদে গিয়ে নামাজ পড়ি , তার উচ্চারণগত সমস্যা রয়েছে । আমরা আশাকরি খুব দ্রুতই সমস্যা গুলো সমাধানে উদ্যোগ নেয়া হবে ।
উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী জানিয়েছেন সমস্যা গুলো সমাধানে যত দ্রুত সম্ভব নেয়া হবে এবং কিছু উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।