৩০ জানুয়ারি ২০২৬, ১৩:১১

ভর্তি পরীক্ষায় আসা শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের

গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের  © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা। এ উপলক্ষে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ক্যাম্পাস এলাকায় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ব্যানার প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ বিষয়ে কুবি ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, “গণভোট নিয়ে দেশের অধিকাংশ মানুষ এখনো পর্যাপ্তভাবে জানেন না। আমাদের প্রচারণার মূল উদ্দেশ্য হলো গণভোট কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন এ বিষয়ে অভিভাবকদের অবগত করা। ব্যানার ও লিফলেটের মাধ্যমে আমরা বিষয়গুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, যেন ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে।”

এদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, “স্থানীয় পর্যায়ে গণভোট নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে ‘হ্যাঁ’ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না এমন ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এসব ভুল ধারণা দূর করতেই আমরা লিফলেট বিতরণ করছি। আমরা চাই অভিভাবকরা সচেতন হোক এবং দেশের একজন নাগরিক হিসেবে তারা যেন আরও বেশি অধিকার ও সুযোগ-সুবিধা অর্জন করতে পারেন। এ লক্ষ্যেই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমাদের এই প্রচারণা।"