শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় ববিতে বিক্ষোভ
গতকাল বুধবার শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত হন জামায়াত ইসলামীর ঝিনাইগাতী উপজেলা সেক্রেটারি হাফেজ রেজাউল করিম। জামায়াত নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির, ছাত্রশক্তি ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিবির সভাপতি মনির হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা মাওলানা রেজাউল করিম ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই বিএনপি প্রতিটা বিষয়ে দ্বিচারিতামূলক আচরণ করছে। একদিকে তারা সুশাসনের কথা বলছে, অন্যদিকে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করছে। একদিকে তারা নারীদের সমতার কথা বলছে, অন্যদিকে তারা নারীদের বিভিন্নভাবে হেনস্তা করছে। একদিকে তারা বলছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যদিকে তাদের প্রাথীরা প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে বিরোধী দলের হুমকি দিচ্ছে, নির্বাচনের পর কাউকে ছাড় দেওয়া হবে না। তারা হত্যার যে নীল নকশা তৈরি করছে, সেই নীলনকশা অনুযায়ী গতকাল রাতে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম ভাইকে হত্যা করছে। আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’
তিনি আরও বলেন, ‘২৪ গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সব ধরনের হত্যা ও রক্তের হোলি খেলার রাজনীতি বন্ধ করতে হবে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জান্নাচ্ছি।’
জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব রাশেদুল ইসলাম বলেন, ‘জাময়াত নেতা হত্যার সঙ্গে জড়িত দোষীদের শাস্তি চাই। এমন হত্যা কাম্য নয়। এসব হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলে আমরা রুখে দাঁড়াব।’
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশক্তির ববি শাখার অন্য নেতাদের। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।