২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬

২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জাতীয় বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের ওপর দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এই গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণভোটের গুরুত্ব তুলে ধরতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের স্ব-উদ্যোগে দুটি খাড়া (Vertical) ব্যানার প্রিন্ট করে প্রতিষ্ঠানের দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল

এর আগে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নম্বর: ০১ (৮১০) জাতী:বি:/প্রশাঃ/২০০৫/অংশ-A/১/৪৮২১) এই প্রচারণার বিষয়ে প্রাথমিক নির্দেশনা দেওয়া হয়েছিল। 

বুধবারের প্রজ্ঞাপনে ওই পত্রের সূত্র ধরে জানানো হয়েছে, নির্দেশনাটি প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তা কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদে বর্ণিত সংবিধানের বিভিন্ন মৌলিক সংস্কারের বিষয়ে জনগণের সম্মতি বা অসম্মতি জানতে এই গণভোট আয়োজন করছে অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রচারণার মাধ্যমে বিশেষ করে তরুণ ও নতুন ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মূল লক্ষ্য।