২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (এমএ/এমএসএস/এমবিএ/এমএসসি/এম মিউজ) শেষ পর্ব ও আইসিটি পরীক্ষার আবেদন ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ এবং কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কার্যক্রম শেষ করতে হবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে।
এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমাদানের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এর মধ্যে ফি জমাদানের চূড়ান্ত শেষ তারিখ হলো ২২ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক বিষয়ে ‘এফ’ গ্রেড পেয়েছেন, অনুপস্থিত ছিলেন অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তারা বিশেষ অন্তর্ভুক্তি ফি প্রদান সাপেক্ষে শুধুমাত্র সংশ্লিষ্ট পত্রসমূহে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম পূরণ করতে পারবেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/পনি/মাফা/৯০/২০০২/২০২৩/২০২৬/১০১৯, তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।