২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

ইউজিসিতে একটি সিন্ডিকেট কাজ করছে, অভিযোগ জকসু ভিপির

সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা  © প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষক প্রতিনিধি না থাকায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। ইউজিসিতে একটি সিন্ডিকেট কাজ করছে বলেও এ সময় তিনি অভিযোগ করেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সভায় জকসু ভিপি বলেন, ইউজিসিতে বর্তমানে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতিরিক্ত গুরুত্ব পাচ্ছেন। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি সেখানে না থাকায় ন্যায্য ও যৌক্তিক দাবিতেও বিশ্ববিদ্যালয়টি বারবার বঞ্চিত হচ্ছে।

তিনি আরও বলেন, ইউজিসিতে একটি বিশেষ সিন্ডিকেট সক্রিয়ভাবে কাজ করছে বলে তাদের ধারণা। এ কারণে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনাও কঠিন হয়ে পড়ছে। প্রকাশ্যে সব কথা বলা সম্ভব না হলেও এই বৈষম্যের বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এক প্রশ্নের জবাবে ভিপি বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় পর্যায়ের কাজের ডিপিপি নিয়ে ইউজিসির সঙ্গে কাজ করছি। আমরা চেষ্টা করছি জাতীয় নির্বাচনের আগেই দ্রুততম সময়ে এই ডিপিপি একনেকে পাস করতে। এছাড়া, হল নির্মাণের জন্য মাটি ভরাটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেনাবাহিনীর সঙ্গেও এ বিষয়ে সমন্বয়ের প্রক্রিয়া চলছে।

এই মতবিনিময় সভায় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা গত ২০ দিনের কার্যক্রমের বিবরণ দেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

এ সময় ভিপি রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায্য অধিকার আদায়ে সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান এবং ইউজিসিতে জবির প্রতিনিধিত্ব নিশ্চিত করার জোর দাবি জানান।