২৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৪

জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা ওয়ান্ডারফুল : ইউজিসি চেয়ারম্যান

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ  © সংগৃহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, ‘তোমরা পার না এমন কিছু নেই। তোমাদের মনে রাখতে হবে তোমরা কারা। জুলাইয়ে তোমরা যে পরিবর্তন এনেছ, তা এক কথায় ওয়ান্ডারফুল। আমি এই পরিবর্তনকে প্রকৃতির এক অনন্য উদাহরণের সঙ্গে তুলনা করি।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

আজ (২৫ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

অনুষ্ঠানটিতে তিনি সশরীরে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি ভার্চুয়ালি যুক্ত হন।

এ বিষয় অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন জানান, হঠাৎ পড়ে গিয়ে পায়ে আঘাত পাওয়ার কারণে ড. ফায়েজ সশরীরে উপস্থিত হতে পারেননি।

নবীন শিক্ষার্থীদের ফুল ও বিশ্ববিদ্যালয়ের তথ্য পুস্তিকা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। 

তিনি প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের সাহসের প্রশংসা করে বলেন, ‘তোমরা বিশাল ভূমিকা রাখছো। তোমাদের হাত ধরেই যে পরিবর্তন এসেছে, তার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অসাধ্য কিছু নেই।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এত দিন আপনারা বাবা-মায়ের তত্ত্বাবধানে ছিলেন, এখন এসেছেন বিশ্ববিদ্যালয়ের মুক্ত জীবনে। বিশ্ববিদ্যালয়ের এই মুক্ত জীবনে নিজেকে কন্ট্রোল করতে হবে। সর্বত্র মনে রাখতে হবে আমাদের ভালো মানুষ হতে হবে এবং দৈনিক কোনো না কোনো ভালো কাজ করবো। মানুষকে উপকার না করতে পারলেও যেন কোনো ক্ষতি না করি এটা সবসময় মনে রাখতে হবে।’