২৪ জানুয়ারি ২০২৬, ২২:৩৩
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অনিবার্য কারণবশত পূর্বঘোষিত তারিখ পরিবর্তন করে আগামী ২৬ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত আবেদনকারীরা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট cou.admission-aid.com-এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
উল্লেখ, পূর্বে ২৫ জানুয়ারি প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য নির্ধারিত করা হয়েছিলো।