২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল  © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে কলেজের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিবি গেট প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়েতকবির, আল্লাহু আকবার’, ‘বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’, ‘গোলামি না আজাদি? আজাদি আজাদি’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’ উই ওয়ান্ট জাস্টিসসহ বিভিন্ন স্লোগান দেন।

তিতুমীর কলেজ এক শিক্ষার্থী তার বক্তব্যে বলেন, ইন্টেরিম সরকার হাদি ভাইয়ের হত্যার বিচার নিয়ে ছিনিমিনি খেলছে। ইন্টেরিম সরকারকে বলতে চাই প্রশাসনে যারা আওয়ামী দোসর রয়েছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং অতি শীঘ্রই হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতারের ব্যবস্থা করতে হবে। 

তিনি আরও বলেন, তারা যে কোন প্রান্তেই থাকুক না কেন তাদের গ্রেফতার করতে হবে এবং অতি সওর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি আশা রাখি ইন্টেরিম সরকার জুলাই ভাইদের রক্তের মর্যাদা রাখবে।

মিছিল শেষে বিক্ষোভকারীরা নির্বাচনে আগেই হাদি হত্যার বিচারের দাবি জানান।