২৩ জানুয়ারি ২০২৬, ১৪:২১

উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে  © টিডিসি ফটো

মাঘ মাসের শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করা হয়। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। সনাতনী শিক্ষার্থীদের আরাধনায় উৎসব আনন্দে সরস্বতী পূজা উদযাপন করছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্ব স্ব আয়োজনে পূজা শুরু করেন। এবার বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ২টি ইনস্টিটিউট এবং একমাত্র ছাত্রীহলসহ মোট ৩৯টি মণ্ডপে সরস্বতী শুরু হয়।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে,  বিজ্ঞান অনুষদসংলগ্ন মাঠ, কলা ভবনের সামনে, শান্ত চত্বর, শহীদ সাজিদ ভবনের নিচতলা, রফিক ভবনের পাশের এলাকা এবং সামাজিক বিজ্ঞান ভবনের সামনে বিভিন্ন বিভাগের পূজামণ্ডপ।  এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেও পূজার আয়োজন করা হয়েছে।

নানান আলপনা ও বর্ণিল আলোকসজ্জায় উৎসবের রঙ লেগেছে পুরো ক্যাম্পাসে। কাঠ, খড় ও ককশিট দিয়ে তৈরি করা ভিন্ন ভিন্ন ফ্রেম, ব্যানার, স্টেজ ও সজ্জায় প্রতিটি মণ্ডপই আলাদা রূপে ফুটে উঠেছে। 

এদিন সকালে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী কনা তালুকদার বলেন, 'প্রতিবছরের মতো এবারও বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পূজা মন্ডুপ তৈরি করা হয়েছে। আমরা সকলে একত্রে দেবী সরস্বতীর পূজা করছি আনন্দের সাথে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, 'এ বছর ৩৬টি বিভাগ, ২টি ইনস্টিটিউট এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের মণ্ডপে সরস্বতী পূজা উদ্যাপন করা হচ্ছে। শিক্ষার্থীরা উৎসবের উদযাপন করছে। তবে ইসলামিক স্টাডিজ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পূজা হচ্ছে না। তাদের কাছ থেকে কোনো আবেদন পাইনি। আহ্বান জানানো হলেও কোনো সাড়া মেলেনি।'

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উপমা মণ্ডল বলেন, 'প্রতিবছরই আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করি। তবে গত দুই বছর ধরে স্বল্প বাজেটে সব আয়োজন করতে হচ্ছে। বাধ্য হয়ে সহপাঠীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে হয়েছে।' বাজেট বেশি পেলে আমাদের জন্য আরো ভালো হতো।