২২ জানুয়ারি ২০২৬, ২০:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম ‘সিন্ডিকেট’-এর নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। আগামী ২ (দুই) বছরের জন্য তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার ৩১নং সিদ্ধান্তের প্রেক্ষিতে উপাচার্য মহোদয় তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। এই আদেশ অদ্য ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্ষদ হলো সিন্ডিকেট। নতুন সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর ড. মঞ্জুর মুর্শেদকে বিশ্ববিদ্যালয়ের কার্য পরিচালনায় সক্রিয় সহযোগিতার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার।

বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন এর দায়িত্ব পালন করছেন।