খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থা নজরুল বিশ্ববিদ্যালয়ের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন সেবা দিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বিষয়টি নিশ্চিত করেন।

পরিবহন দপ্তরসূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে ২টি বাস ও ১টি এসি মিনিবাস বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ভোর ৪.৩০ মিনিটে ১টি বাস ও ১টি এসি মিনিবাস ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে ক্যাম্পাসে আসবে। পরে ভোর ৫ টায় ২টি বাস ও ১টি এসি মিনিবাস একত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। আবার জানাজা শেষ হওয়ার ২ ঘণ্টা পর নির্দিষ্ট স্থান থেকে গাড়িগুলো ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসবে।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে জানাজায় অংশ নেয়ার সুবিধার্থে ৩টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতির এক অপূরণীয় ক্ষতির কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও শোক বিবৃতির মাধ্যমে সমবেদনা জানিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাদা দল, ইউনিভার্সিটি টিচার্স লিংক এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৩০ ডিসেম্বর ভোর ৬টায় মৃত্যুবরণ করেন তিনি।

‘বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
তারেক রহমান-জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি!
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘কোন দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করেন’-বিচিত্রার প্রশ্…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখ লাখ মানুষের জনস্রোত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
১৯৮১ সালের ২ জুন বনাম ২০২৫-এর ৩১ ডিসেম্বর
  • ৩১ ডিসেম্বর ২০২৫