খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল কলেজ ছাত্রদল © সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোক বই খুলেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজের মুক্তমঞ্চে এই শোকবই স্থাপন করে স্বাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কাননসহ দলীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এই শোক বইতে স্বাক্ষর করেন।
শোক বইয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের শিক্ষার্থীরা শ্রদ্ধা ও সমবেদনা জানাতে পারবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।