২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৫

ক্রীড়া সম্পাদক পদে সোহানের প্রচারণায় জামাল ভূঁইয়া

জকসু ক্রীড়া সম্পাদক সোহানের প্রচারণায় ক্যাম্পাসে জামাল ভুঁইয়া  © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর।  এরই মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ ফুটবলের জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। শহিদ সাজিদ ভবন, প্রক্টর অফিস ঘুরে প্রোগোজ স্কুলের মাঠে সাংবাদিক ও ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন ছাত্র শক্তি প্যানেলের ক্রীড়া সম্পাদক ফেরদৌস হাসান সোহানকে সাথে নিয়ে তিনি প্রচারণা করেন।

এসময় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এলাম। আমার অনেক ভালো লাগছে। এটি অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন। আপনাদের সবার প্রতি শুভকামনা। আমি আবার আসবো ইনশাআল্লাহ।

এসময় জাতীয় ছাত্র শক্তি সমর্থিত 'ঐক্যবদ্ধ জবিয়ান' প্যানেলের জিএস পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, আমরা স্পোর্টস কার্নিভালের সময় জামাল ভাইকে আমাদের ক্যাম্পাসে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তখন শিডিউল না পাওয়ায় সম্ভব হয়নি। এই প্রজন্মের কাছে বাংলাদেশ ফুটবলের প্রথম সুপারস্টার জামাল ভুঁইয়া। তার মাধ্যমে বাংলাদেশ ফুটবলের এই নতুন ধারা উন্মোচিত হয়েছে।

এসময় এই সংবাদ সম্মেলনে প্যানেলটির ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সিনহা ইসলাম অর্না এবং ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেলের ক্রীড়া সম্পাদক কামরুল হাছান নাফিজ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।