২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়  © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার)।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে পুনঃমূল্যায়নের আবেদন করতে পারবেন। যা চলবে আগামী বছরের ৮ জানুয়ারির রাত ১১টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই আবেদন ফরম পূরণ ও ফি জমা দেওয়ার কথা জানানো হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (103.113.200.36/PAMS/ICTUnit/Re-Evaluation.aspx) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। পে-স্লিপের মাধ্যমে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নগদ, বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা এবং ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডাচ্-বাংলা ব্যাংকসহ বিভিন্ন কার্ড ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রচলিত অন্য কোনো ফরমে ফি জমা দিলে বা পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদন ফরম বা পে-স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। পুনঃমূল্যায়নের আবেদনের সময় পত্র কোড সঠিকভাবে পূরণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি উত্তরপত্রের জন্য পুনঃমূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd-এ প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে।