২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়  © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের দুগ্ধপোষ্য শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও সভাপতিদেরকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, প্রতিষ্ঠানের অধীনে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের দুগ্ধপোষ্য শিশুদের জন্য আলাদা কক্ষে মাতৃদুগ্ধ প্রদান, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিচর্যার সুযোগ সুবিধাসহ কলেজ ক্যাম্পাসে একটি দিবাযত্ন কেন্দ্র স্থাপন করতে হবে।

তাছাড়া, নির্দেশনাটি বাস্তবায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নির্দেশ দিয়েছেন বলেও আদেশে জানানো হয়।