ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ
ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শতাধিক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজের আবাসিক শিক্ষার্থী, কর্মচারী, দারোয়ান ও সাইন্সল্যাব সংলগ্ন ফুটপাতে অবস্থানকারী মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে ঢাকা কলেজ ও কলেজ সংলগ্ন এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিলন হোসেন এর সার্বিক তত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রাসেল, সদস্য সালম রহমান, ছিলেন নাঈমুন, মুরাদ, জীম, শিশির,আয়ান, দীপ্তসহ প্রমুখ নেতাকর্মী।
আয়োজকরা জানান, কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে শিক্ষার্থী ও নৈশপ্রহরীদের মধ্যে ২৩টি কম্বল বিতরণ করা হয়েছে। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে ১৩০টি কম্বল বিতরণ করা হবে।
এ কর্মসূচির সার্বিক সহযোগিতাকারী ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিলন হোসেন বলেন, ছাত্রদল বরাবরই দেশও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আজকের কম্বল বিতরণ কর্মসূচি তারই একটি ছোট্ট প্রয়াস, কিন্তু আমাদের এই প্রয়াসটি অসচ্ছল মানুষের জন্য একটু হলেও সুখের কারণ হয়ে দাঁড়াবে—এটা আমাদের বিশ্বাস।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। তার আগমন আমাদের দল এবং দেশের জন্য একটি নতুন শক্তি ও উদ্দীপনা নিয়ে আসবে, এটা আমাদের বিশ্বাস। তার নেতৃত্বে ছাত্রদল আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং আমরা সবাই মিলে বাংলাদেশের পক্ষে সংগ্রাম চালিয়ে যাব।