২১ ডিসেম্বর ২০২৫, ২০:৩৫

ওসমান হাদির স্মরণে ইবিতে হাদির উক্তি ও বক্তব্য প্রদর্শনী

বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে হাদির উক্তি ও বক্তব্য প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখা  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির স্মরণে তার আধিপত্যবাদবিরোধী বিভিন্ন ঐতিহাসিক উক্তি ও বক্তব্য প্রদর্শনী করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বাদ মাগরিব বাদ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

এ সময় বিভিন্ন সভা সমাবেশ, টেলিভিশন টক শো ও সংবাদ সম্মেলনে ওসমান হাদির বলা বিভিন্ন জ্বালাময়ী বক্তব্য এবং আধিপত্যবাদবিরোধী ঐতিহাসিক বক্তব্যের খণ্ডিতাংশ প্রচার করা হয়। এ ছাড়া হাদির জীবনযাপন, আদর্শ, ইনকিলাব মঞ্চের অবদান, বাংলাদেশের রাজনীতিতে অবদান এবং তার লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারেও আলোকপাত করা হয় এই প্রদর্শনীতে।

ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদি একজন অনুপ্রেরণার নাম। হাদি ভাই ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের মূর্ত একজন প্রতীক। হাদি ভাইয়ের স্মরণে আজকে তার বিভিন্ন উক্তি ও বক্তব্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে যাতে মানুষ তার চিন্তাচেতনা, আদর্শ সম্পর্কে জানতে পারে। এই দেশে যারাই আধিপত্যবাদেই বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরই হত্যা করা হয়েছে। এক হাদিকে হত্যা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী কন্ঠস্বরকে দমানো যাবে না। আমরা অচিরেই শহীদ ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’