শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে এ পদযাত্রা শুরু করেন তারা।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। এর আগে শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আগেই এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচির তথ্য জানানো হয়েছিল।
অভিযানকারীরা বলেন, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া নিয়ে দীর্ঘ সময় ধরে নানা তর্ক-বিতর্ক হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে সকল অংশীজনের মতামত গ্রহণ করেছে। এরপরও খসড়া চূড়ান্ত করতে গত ২০ ও ২১ অক্টোবর এবং ১৭ নভেম্বর শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই-সুশীল সমাজের সাথে তিনটি সভা আয়োজন করা হয়।
তবে শিক্ষার্থীরা বলছেন, এখনও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হয়নি। এর ফলে প্রস্তাবিত ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ চলমান সকল শিক্ষাবর্ষে অধ্যয়নরত প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তার মুখোমুখি।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানিয়েছে, রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারি করার দাবিতে রোববার সকাল ১১টায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবে।