০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২

অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ, ডাটা এন্ট্রি এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী ২ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (মঙ্গলবার-বৃহস্পতিবার), রাত ১১:৫৯ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ডাটা এন্ট্রি নিশ্চয়তা ৬ ডিসেম্বর (শনিবার)। সোনালী সেবার মাধ্যমে ফি জমা ৭ ডিসেম্বর (রবিবার), সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৪ মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এ জন্য আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে।